‘টাইটানিক’ সিনেমার অভিনেতা লিউ মারা গেছেন

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

‘টাইটানিক’ সিনেমার জনপ্রিয় অভিনেতা লিউ পল্টার মারা গেছেন। গত ২১ মে ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৯৪ বছর। সোমবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোটারকে এসব তথ্য নিশ্চিত করেন লিউ পল্টারের মেয়ে ক্যাথেরিন পল্টার।

টাইটানিক জাহাজ যখন ডুবে যাচ্ছিল, তখন প্রবীণ দম্পতি ইসিডোর-ইডাকে লাইফবোটে আসন দেওয়া হয়। কিন্তু নারী ও শিশুদের সরিয়ে নেওয়ার আগে প্রবীণ ইসিডোর লাইফবোটে উঠতে অসম্মতি জানায় এবং স্ত্রী ইডাকে লাইফবোটে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু ইডা স্বামী ইসিডোরকে রেখে যেতে অস্বীকৃতি জানায়।

সিনেমাটিতে শেষবার দেখা যায়, জাহাজের একটি ঘরে পানি ঢুকছে। তারা পরস্পরকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে আছেন। ইসিডোর চরিত্রে অভিনয় করেন লিউ পল্টার। আর তার স্ত্রী ইডা চরিত্রে অভিনয় করেন এলসা রাভেন।

১৯২৮ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন লিউ পল্টার। টাফটস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর আলফ্রেড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে থিয়েটারের ওপর পিএইচডি করেন। এর মধ্যে ইউএস আর্মিতে যোগদান করেন তিনি।

ষাটের দশকের মাঝামাঝি সময়ে পেনসিলভানিয়ার মিল হলের মিলব্রুক প্লে হাউজে যোগদানের আগে ব্রডওয়ের বাইরে নাটকে অভিনয় ও নির্দেশনা দেন লিউ। ১৯৬৭ সালের এনবিসির রান ফর ইয়োর লাইফের একটি পর্বে অভিনয়ের মাধ্যমে অনস্ক্রিনে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ইট টেকস অ্যা থিফ, দ্য ভার্জিনিয়ান, গানস্মোক এবং মিশন: ইম্পসিবলসহ অনেক সিনেমায় অভিনয় করেন তিনি।

১৯৭১ সালে কালআর্টসে ভারপ্রাপ্ত শিক্ষক ও পরিচালক হিসেবে যোগদান করেন। ২০১৩ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি। তার মেয়ে ক্যাথেরিন বলেন, ‘একজন শিক্ষক হিসেবে, বাবা মানুষের জীবন বদলে দিয়েছেন।’