নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

লেখক:
প্রকাশ: ৭ years ago

হকার ইস্যু নিয়ে নারায়ণগঞ্জে মেয়র আইভী ও এমপি শামীম ওসমান সমর্থকদের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দিন হায়দারকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৭ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

বুধবার বিকেলে ওপর মহলের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ঘটনার তদন্ত কমিটি গঠন করিয়ে দেন। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফিজুর রহমান ও র‌্যাব-১১ এর সহকারী পরিচালক বাবুল আকতার।

এদিকে, হকার ইস্যু নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার পর নারায়ণগঞ্জ শহরে বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও এমপি শামীম ওসমান সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় মেয়র আইভীসহ উভয় গ্রুপের প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হন। এ নিয়ে মেয়র আইভী ও এমপি শামীম ওসমান একে অপরকে দোষারোপ করেছেন।