বরিশালে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সকল পর্যায়ে অনতিবিলম্বে ন্যূনতম ৩৩ ভাগ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে চন্দ্রদীপ নামের একটি সংগঠন।
শনিবার (১৭ জুন) বেলা ১১ টায় অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন তারা।
আগামী সংসদ নির্বাচনসহ অন্যান্য সকল নির্বাচনে শুধু সংরক্ষিত আসনে নয় কমপক্ষে ৩৩ ভাগ সাধারণ আসনে মনোনয়নের দাবি জানিয়েছেন নারী সংগঠনটির প্রতিনিধিরা।
মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, চন্দ্রদ্বীপের পরিচালক জাহানারা বেগম স্বপ্না, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, আইসিডির উপদেষ্টা আনোয়ার জাহিদসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজনীতিতে নারী নেতৃত্ব ৩৩ ভাগ হওয়ার কথা, সেটা নিশ্চিত করতে হবে।