জাহিদুল হাসান,জবি প্রতিনিধি:: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘ ১৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামী ২৫ জুন (রবিবার) হতে ৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।
তাছাড়া আগামী ২৩,২৪ জুন এবং ৭,৮ জুলাই সরকারী ছুটি হিসাবে শুক্রবার এবং শনিবার থাকায় মোট ১৬ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা বন্ধ থাকবে।
১৩ জুন ( মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামী ২৫ জুন (রবিবার) হতে ৩ জুলাই (সোমবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট,বিভাগ এবং প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।
তাছাড়া এই সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী পরিসেবা (বিদ্যুৎ,পানি,গ্যাস,টেলিফোন,ইন্টারনেট ও পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।