বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বরিশালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তামাক নয়, খাদ্য ফলান এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বুধবার (৩১ মে) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলােচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুন্সি মুবিনুল হক, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ।
সভায় তামাকজাত পণ্য বর্জণের আহ্বান জানান বক্তারা।