বরিশালে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। এই ঘটনায় এখন পর্যন্ত এক জন নিখোঁজ রয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ মে) বিকেলে বরিশালের কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।
জাহাজের খালাশি সুমন জানায়, চট্টগ্রাম থেকে এমটি ইবাদ জাহাজটি ৩ লাখ লিটার পেট্রোল ও ১০ লাখ লিটার ডিজেল নিয়ে মঙ্গলবার (৯ মে) বরিশালের কীর্তনখোলা নদীতে আসে। এখানে মেঘনা ডিপোতে তেল খালাসের কথ ছিল। আজ বৃহস্পতিবার বিকালে হঠাৎ করে ইঞ্জিন রুমে বিকট শব্দ হয়। এরপর সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। জাহাজটিতে স্টাফসহ মোট ১৬ জন ছিল। ঘটনার সময় ১০ জন জাহাজের সামনের খোলা অংশে ছিল। কিন্তু ইঞ্জিনরুমে থাকা ৬ জন এই ঘটনায় হতাহত হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক মো মিজানুর রহমান জানান, খবর পেয়ে তারা নৌ ফায়ার সার্ভিস এসে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিনরুম থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৩ জনকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও ১ জন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে।
জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি জানান, নিহতদের পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া আহতদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা নেওয়া হবে।