টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে তিন শতাধিক যাত্রী নিয়ে আটকে আছে পর্যটকবাহী এলসিটি কাজল জাহাজ।
সোমবার বিকাল তিনটার দিকে সেন্টমার্টিন জেটি ত্যাগ করে শাহপরীরদ্বীপ পয়েন্ট বরাবর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় বিকেল ৫টার দিকে ইঞ্জিন বিকল হয়ে এলসিটি কাজল জাহাজটি আটকা পড়ে। ওই জাহাজে তিন শতাধিক যাত্রী রয়েছে বলে জানা গেছে।
এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক জানান, সেন্টমার্টিন হতে ফিরতি পথে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে পর্যটকদের উদ্ধারের জন্য এলসিটি কুতুবদিয়া নামের অপর একটি জাহাজকে ঘটনাস্থলে প্রেরণ করা হয়েছে।