বরিশালে প্রস্তুত ঈদগাহ

লেখক:
প্রকাশ: ২ years ago

প্রতিবছরের মতো এবারও বরিশালে ঈদের প্রধান জামাত আয়োজনের জন্য প্রস্তত বরিশাল ঈদগাহ। আয়োজক কমিটি আশা করছে, এবছর ঈদগাহ ময়দানের প্যান্ডেলে ৮ হাজার মুসল্লি এক সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারবেন। এছাড়া সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান জামাতে নামাজ আদায় করবেন বলে জানা যায়।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ গোলাম ফারুক জানান,ঈদের দিন সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের নামাজ পড়াবেন মাওলানা সাইদুর রহমান কাশেমি।

বরিশাল ঈদগাহ ময়দানে নামাজের জন্য আগত জনসাধারণের সুবিধার্থে নেওয়া হয়েছে নানান উদ্যোগ। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা। রাখা হয়েছে পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থা, যাতে করে এই ভ্যাপসা গরমে কেউ কষ্ট না পায়। এছাড়া ওজুখানাসহ মহিলাদের জন্য আলাদা পথ রাখা হয়েছে।

হঠাৎ করে আসা ঝড়-বৃষ্টি থেকে রক্ষা পেতে ময়দান ত্রিপল দিয়েছি ঢেকে দেওয়া হয়েছে।

সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনা থেকে সতর্ক থাকতে বরিশাল ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসা মুসল্লিদেরকে সাথে করে দিয়াশলাই বা লাইটার জাতীয় কোনও বস্তু না আনার আহ্বান জানানো হয়েছে৷ নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ ব্যাপারে তৎপর থাকবেন বলে জানা যায়।

বরিশাল মহানগরের জাতীয় ইমাম সমিতি সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান জানান, বরিশাল মহানগরীর সাড়ে পাঁচশ মসজিদ রয়েছে। সকাল ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে সব মসজিদ ও ঈদগায়ে নামাজ শেষ হবে। সব মসজিদে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।ঈদের প্রধান জামাত বরিশাল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।এজন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।

এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, আমরা আশাবাদী, একটি সুন্দর-সুষ্ঠু পরিবেশে ব্যাপক মুসল্লির অংশগ্রহণে ঈদের মূল জামাত আয়োজন করতে পারবো। আমরা পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছি। বরিশাল ঈদগাহে সবাইকে সাদরে অভ্যর্থনা জানাতে আমরা অপেক্ষায় আছি।