বাংলাদেশে ইন্টারনেট গভর্নেন্স ফোরামের (বিআইজএফ) উদ্যোগে সংগঠনটির সদস্যদের জন্য শনিবার (৮ এপ্রিল) ঢাকায় দিনব্যাপী ইন্টারনেট গভর্নেন্স বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।
কর্মশালা সঞ্চালনা করেন বাংলাদেশ উইমেন আইজিএফের সেক্রেটারি ফারহা মাহমুদ তৃণা। বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আবদুল হক অনু বিআইজিএফের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
বিএনএনআরসি’র সিইও এএইচএম বজলুর রহমান রাষ্ট্র, বাজার, সমাজ, সরকার, শাসন পদ্ধতি, শাসনের সংজ্ঞা, শাসনের প্রকার, ডিজিটাল গভর্নেন্স, সুশাসন, ডিজিটাল গভর্নেন্স এবং ডিজিটাল ইকোসিস্টেম নিয়ে আলোচনা করেন।
খাজা মো. আনাস খান, কান্ট্রি ম্যানেজার, গিগাবাইট টেকনোলজি কোম্পানি লিমিটেড অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং নারীদের সব ক্ষেত্রেই সমানভাবে দক্ষতা বৃদ্ধিতে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। শারমিন ইসরায়েল তানিয়া আইজিএফের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক টিভির চিফ রিপোর্টার শাহনাজ শারমীন এবং নিউজ টোয়েনটিফোর টিভির প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মো. নাসির উদ্দিন আহমেদ। তিনি দেশের উন্নয়নে নারীদের আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান এবং বাংলাদেশ উইমেন আইজিএফের নতুন কমিটিকে স্বাগত জানান। প্রধান অতিথি আফরোজা হক রিনা এমপি নারীদের অগ্রগতিতে ইন্টারনেটের ভূমিকা, নারীদের জন্য একটি সুবিধাজনক পরিবেশ এবং সব নারীর জন্য সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট বিষয়ে আলোচনা করেন।