বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের পাশে দাঁড়াবেন অভিনেতা জিয়াউল হক পলাশ

লেখক:
প্রকাশ: ২ years ago

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আহাজারী ছুঁয়ে গেছে দেশের বিভিন্ন অঙ্গনের শিল্পীদের মন। ভয়াবহ এ ঘটনায় দেশজুড়ে নেমেছে শোকের ছায়া। ভারাক্রান্ত বিনোদন অঙ্গনের মানুষেরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা দুঃখ প্রকাশ করেছেন। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন অনেক শিল্পী। এবার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র কাবিলাখ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ ৫০ জন ব্যবসায়ী পরিবারের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করেছেন।

রাইজিংবিডিকে পলাশ বলেন, আমি গত চার বছর ধরে একটি ফাউন্ডেশন চালাই। ডাকবাক্স ফাউন্ডেশন। কিছুদিন আগে এর জন্য বেস্ট ভলান্টিয়ার অ্যাওর্য়াডও পেয়েছি। ডাকবাক্স থেকে পরিকল্পনা হচ্ছে যে আমরা বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ৫০ জন ব্যবসায়ী পরিবারের পাশে দাঁড়াবো। অনেকের দায়িত্ব তো আমার একার পক্ষে নেয়া পসিবল নয়। আমার জায়গা থেকে যতটুকু পারি সাধ্যমত চেষ্টা করবো তাদের পাশে দাঁড়ানোর।

 

আসছে ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন পলাশ। সর্বশেষ ফ্যাশন হাউজ ‘রেঞ্জ’ এর ফটোশুটে অংশ নেন তিনি।