বঙ্গবাজারে আগুন উদ্ধারকাজে এলো শিশু-কিশোররাও

লেখক:
প্রকাশ: ২ years ago

প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন। ফায়ার সার্ভিস থেকে শুরু করে অন্যান্য বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে ব্যস্ত। এর মাঝে দেখা গেলো ভিন্ন এক দৃশ্য। আগুন নেভাতে ছুটে এসেছে শিশু-কিশোররাও।

আগুন নেভানোর কাজে তারাও ফায়ার সার্ভিসের ব্যবহৃত পানি পুনরায় সংগ্রহ করে আবার ব্যবহারে সহযোগিতা করছে। কেউ আবার পানির জার ও বালতি নিয়ে দৌড়াচ্ছে।

 

ফায়ার সার্ভিসের বঙ্গমার্কেটে দেওয়া পানিগুলো রাস্তা বেয়ে যাচ্ছে। তারা সেখান থেকে বালতি ও জারের মাধ্যমে পানি সংগ্রহ করে উদ্ধার কর্মীদের দিচ্ছে।

১০ থেকে ১২ বছর বয়সি শিশু বিজয় জানায়, ‘আগুন লাগার খবর শুনে নেভাতে এসেছি। থাকি কমলাপুর স্টেডিয়ামের পড়ে মুগদা এলাকায়। প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বিজয়।’

তার পরিচিত কোনো দোকান আছে কি না জানতে চাইলে বিজয় জানায়, ‘পরিচিত কারো দোকান নেই। আগুনে পানি দিতে আসছি।’

বিজয়ের বাবা হারুন রিক্সাচালক। মা বাসাবাড়িতে কাজ করেন।

বিজয়ের মতো আরো প্রায় ৬ থেকে ৭ জন শিশু-কিশোরকে পাওয়া গেলো ঘটনাস্থলে। তারাও আগুন নেভাতে সহযোগিতা করছে।