 
                                            
                                                                                            
                                        
বরিশালে গতকাল আনুমানিক রাত ৯ টা ৩০ এর দিকে টাউন হলস্থ বাইতুল মোকাররম জামে মসজিদের ৩য় তালায়, খালতো ভাইক (১০)ইফাতকে মারধরক করাকে কেন্দ্র করে, জিগ্যেস করতে গেলে ওয়াহেদ রিজভী নামক একজন যুবকের উপর কিশোর গ্যাংএর হামলার সিকার হয়, প্রতিবাদ করায় প্রাণ নাশের হুমকি দেয়।
হামলাকারী সাকিব আহাম্মেদ, আলফি, আদর ,মিজান, ইমরান সহ আরো অগ্যাতনামা আরো অনেকে সহযোগিতা করছে, মসজিদের ইমাম ঘটনাস্থলের মূল সাক্ষী।
এ বিষয়ে কোতওয়ালি মডেল থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়া চলমান রয়েছে,
আহত ওয়াহেদ রিজভী শেরে বাংলা মেডিক্যালের চতুর্থ তালায়
পুরুষ নাক কান গলা ওয়ার্ডে ভর্তি আছে।