 
                                            
                                                                                            
                                        
রাজাপুর প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে বালুবর্তি ট্রলির ধাক্কায় আব্দুল হাকীম মীর (৭৫) নামে এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। শুক্তবার সন্ধ্যায় ঝালকাঠি-ভান্ডারিয়া সড়কের গালুয়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাজাপুর থেকে বালু বহন করা একটি ট্রলি ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল।
এসময় হঠাৎ ট্রলির চাকা পানচার হয়ে নিয়ন্ত্রন হারিয়ে পথচারী আব্দুল হাকীম এর গায়ে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানায়, লাশ উদ্ধার করে মযনা তদন্তের জন্য প্রস্তুতি চলছে এবং পরিবারের লোক আসলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।