বরিশালে আন্তজার্তিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন এই স্লোগান কে সামনে রেখে আজ ৮ মার্চ বুধবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও সকল উন্নয়ন সংস্থা সমূহের আয়োজনে বিভাগীয় যাদুঘর প্রাঙ্গন থেকে জেলা বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।
শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), উপ-পরিচালক স্থানীয় সরকার গৌতম বাড়ৈ, আঞ্চলিক কমিশনার গার্ল গাইড অ্যাসোসিয়েশন রাবেয়া খাতুন, সাবেক (সনাক) সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে উন্নয়ন সংস্থা ব্র্যাক এর সহযোগিতায় ৮ জন সফল নারী কমিউনিটর নেতৃবৃন্দের মাঝে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল।