দক্ষিণবঙ্গের উন্নয়ন নিয়ে বরিশাল অফিসার্স অ্যাসোসিয়েশনের সেমিনার

লেখক:
প্রকাশ: ২ years ago

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ভাবনা প্রসঙ্গ দক্ষিণবঙ্গ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে বরিশাল অফিসার্স অ্যাসোসিয়েশন।

শুক্রবার (৩ মার্চ) জাতীয় জাদুঘরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। প্রবন্ধ উপস্থান করেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক সিরাজ উদ্দীন আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মতিউর রহমান।

তোফাজ্জ্বল হোসেন বলেন, আপনারা বরিশালের উন্নয়নে যৌক্তিক সব প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রী সব সময় বলেন বরিশালে অনেক কিছু করার আছে। প্রধানমন্ত্রীর সময়ে বরিশালে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে অনেক কৃতজ্ঞ। একটা সেতু আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে।

তিনি বলেন, আমরা যারা ভালো অবস্থায় আছি তাদের দায়িত্ব অসহায় মানুষদের সহযোগিতা করা। তাদের নিয়ে এগোলে উন্নয়ন স্বার্থক হবে। আগামীতে টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষা দরকার। নিজেরা যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করেছি সেখানে বর্তমানে মানসম্মত শিক্ষা দেওয়া হচ্ছে কিনা খোঁজ রাখতে হবে। সবার আগ্রহ অবকাঠামোগত উন্নয়নে, কিন্তু শিক্ষার কী হবে সেটি দেখতে হবে।

মুল প্রবন্ধে সিরাজ উদ্দীন আহমেদ কৃষি জমির পরিমাণ বৃদ্ধি, বনায়নের মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে জনগণকে রক্ষা, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা, অর্থনৈতিক জোন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সঠিক পরিকল্পনা প্রণয়ন, বাজেট বৃদ্ধি, ইকোপার্ক প্রতিষ্ঠা, গ্যাসভিত্তিক সার কারখানা স্থাপন, আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপনসহ সরকারের কাছে নানা দাবি জানান।