বরিশালে স্ত্রী হত্যার ২১ বছর পর মৃত্যুদণ্ডের আসামি গ্রেফতার

লেখক:
প্রকাশ: ২ years ago

স্ত্রী হত্যার পর ২১ বছর পলাতক থাকা ও ফাঁসির দণ্ড পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার ভোর রাতে ভোলার সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তার হওয়া অলি উদ্দিন বাঘা ওরফে আলী আহাম্মদ (৪৩) বরিশালের হিজলা উপজেলার লেমুয়া গ্রামের মৃত রমিজউদ্দিন বাঘার ছেলে।

মেজর জাহাঙ্গীর জানান, ২০০১ সালের ১৯ মার্চ রোকেয়া ওরফে হেলেনার সঙ্গে বিয়ে হয় অলি উদ্দিনের। কিন্তু বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কিল-ঘুষি ও তলপেটে লাথি দিয়ে হত্যার পর পালিয়ে যান অলি।

রোকেয়াকে হত্যার ঘটনায় ২০০২ সালের ২ জানুয়ারি তার বাবা বাদী হয়ে হিজলা থানায় মামলা করেন। এ মামলায় ২০১৫ সালের ২৬ মে বরিশাল জেলা দায়রা জজ-১ আদালতের বিচারক পলাতক আসামি অলি উদ্দিন বাঘার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

মেজর জাহাঙ্গীর জানান, স্ত্রীকে হত্যার পর থেকে অলি উদ্দিন ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন। র‌্যাব ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে।

পরে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অলি উদ্দিনকে হিজলা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর।