বরিশালে রক্তদাতা সংগঠন বাঁধন’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখক:
প্রকাশ: ২ years ago

“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন” বিএম কলেজ ইউনিট এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টায় বিএম কলেজে অবস্থিত সংগঠনের অফিসের সামনে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএম কলেজের অধ্যক্ষ ডঃ গোলাম কিবরিয়া, এ সময় আরো উপস্থিত ছিলেন,

প্রফেসর ড.এ.এস.কাইয়ুম উদ্দীন আহমেদ (উপাধ্যক্ষ,সরকারি ব্রজমোহন কলেজ), আল আমিন সরোয়ার (সাধারণ সম্পাদক, শিক্ষক পরিষদ,সরকারি ব্রজমোহন কলেজ), লিমন সাহা কানু (উপদেষ্টা, বাঁধন,সরকারি ব্রজমোহন কলেজ ইউনিট) মারুফ হোসেন (উপদেষ্টা, বাঁধন,সরকারি ব্রজমোহন কলেজ ইউনিট), কে.এম. আতিক,সুমন সমাদ্দার,আরাফাত,রুহুল আমিন,সাইফুল, রেদোয়ান,

উম্মে সালমা,পপি,রুবি,ফারজানা সহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ সরল(সভাপতি, বাঁধন,সরকারি ব্রজমোহন কলেজ ইউনিট) । সভা পরিচালনা করেন ইসরাত জাহান ইফা(সাধারণ সম্পাদক, বাঁধন,সরকারি ব্রজমোহন কলেজ ইউনিট)। উদ্বোধন শেষে সকলের উপস্থিতিতে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা উক্ত সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সামনে এগিয়ে যাবার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ইসরাত জাহান ইফার সাথে আলাপকালে তিনি বলেন, আমাদের সংগঠনের মূল লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা, বিনামূল্যে রক্তদান, বন্যার্তদের সাহায্যসহ নানাবিধ সামাজিক কর্মকান্ড। প্রত্যেকের রক্তের গ্রুপ জানানো ও রক্তদানে উদ্বুদ্ধ করা। বছরে রক্তের গ্রুপ নির্নয়ের পরিমাণ ১৮৯০জন, রক্তদানের পরিমাণ ১০৩০ব্যাগ। এছাড়া বিগত ১৫ বছরে ধরে অবিরাম ও কঠোর পরিশ্রম দিয়ে কাজ করে যাচ্ছি আমরা । রক্তের অভাবে যেনো একটা মানুষ মারা না যায় এই লক্ষ্যে কাজ করাই সংগঠনের প্রধান উদ্দেশ্য।
বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন)। কার্যক্রম শুরু করে ২০০৮ সালের ২৩শে ফেব্রুয়ারি। “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” এই স্লোগানকে বুকে ধারন করে বাঁধন তথা বাঁধন সরকারি ব্রজমোহন কলেজ ইউনিট এর পথচলা।