বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বড়বাশাইল গ্রামে ৬৫ বছরের এক বৃদ্ধর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, ওই গ্রামের মৃত দেবেন বৈদ্যর ছেলে বীরেন বৈদ্য (৬৫) অন্যান্যদিনের ন্যায় মঙ্গলবার রাতের খাবার খেয়ে নিজের ঘরে শুয়ে পরে। বুধবার সকাল ছয়টার দিকে তার মেঝ মেয়ে পাপড়ি বৈদ্য তাকে ডাকতে গেলে তার বাবাকে ঘরে না দেখে খুঁজতে বের হয়। এ সময় ঘরের পিছনের একটি গাছের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পাপড়ি ডাকচিৎকার শুরু করলে লোকজন জড়ো হয়।
মৃত বীরেনের পরিবার জানায়, সে (বীরেন) হৃদরোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে অসুস্থ ছিলো।