এই হারের দায় কি আপনি এড়াতে পারেন? সাকিবকে উদ্দেশ্য করে বরিশালের ফেসবুক পোস্ট

লেখক:
প্রকাশ: ২ years ago

রংপুর রাইডার্সের কাছে ৪ উইকেটে হেরে এলিমিনেটর ম্যাচ থেকে বিদায় নিয়েছে ফরচুন বরিশাল। এ হারের জন্য বরিশাল প্রশ্ন তুলছে সাকিবের অধিনায়কত্ব নিয়ে। নিজে ব্যাটিংয়ে না নেমে দুদিন আগে দলের সঙ্গে যোগ দেওয়া নবাগত ভানুকা রাজাপাকশেকে ব্যাটিংয়ে পাঠানোয় সমালোচিত হচ্ছেন।

অতি গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০ বলে ১৭ রান করেন শ্রীলঙ্কান ক্রিকেটার। দুর্দান্ত ফর্মে থাকা সাকিব নিয়মিত চারে ব্যাটিং করছিলেন। ১৩ ম্যাচে ১১ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭৫ রানও করেছিলেন। সেখানে আজ পাঠান করিম জানাতকে। আফগান ক্রিকেটার করেন ২৫ বলে ৩৩ রান। অথচ বরিশাল এমন অবস্থানে ছিল যেখানে ১৯০ রানেরও বেশি হওয়ার সুযোগ ছিল। দলের কোচ নাজমুল আবেদীন ফাহিম সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

অধিনায়ক সাকিব নিজেই এ ব্যাটিং অর্ডার পরিবর্তন করেন। এজন্য ফরচুন বরিশালের ভেরিফাইড ফেসবুক পোস্টে কাঠগড়ায় দাঁড় করানো হয় সাকিবকে। পোস্টে লিখা হয়, ‘খেলার তখন ১৫.১ ওভার এবং বরিশালের স্কোর ছিল ১২৬/৩। নাজমুল আবেদীন যেমনটা বলেছিলেন, সিদ্ধান্তটা অধিনায়কের ছিল, আপনি সাকিব বিপিএলে দারুণ ছন্দে ছিলেন। অথচ নিজে ব্যাটিংয়ে না নেমে প্রথমবার খেলতে আসা রাজাপাকসেকে ব্যাটিংয়ে নামিয়ে দিলেন।’

 

‘আপনি ডোয়াইন প্রিটোরিয়াসকেও নামালেন না যে কিনা শেষ ম্যাচে একা আপনাদের ব্যাটিংয়ে মান বাঁচিয়েছিল। আপনার বোলাররা প্রতিপক্ষকে থামিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু এই হারের পেছনে বড় কারণ অকাজের ব্যাটিং রোটেশন প্রক্রিয়া। সাকিব আপনার কাছে প্রশ্ন- এই হারের দায় কি আপনি এড়াতে পারেন?


অবশ্য সেই পোস্ট কিছুক্ষণই পরই সরিয়ে ফেলা হয়। দলের মিডিয়া ম্যানেজার মোহাম্মদ সেকান্দার আলী বলেছেন, ‘ফরচুন বরিশাল দলের অফিসিয়াল ফেসবুক পেইজে অনাকাঙ্ক্ষিতভাবে একজন এডমিন অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নেতিবাচক পোস্ট দিয়েছিল, যেটা সত্যিই হতাশাজনক। ভুলবশত পোস্টটি অফিসিয়াল পেইজে চলে গেছে বলে জানান তিনি। পোস্টটি ডিলিট করা হয়েছে এবং ছেলেটিকে এডমিন থেকে ব্লক করার পাশাপাশি কারণ দর্শানোর নোটিসও দেয়া হয়েছে।’

এদিকে সংবাদ সম্মেলনে নাজমুল আবেদীন ফাহিম সাকিবের ব্যাটিংয়ে না নামা নিয়ে বলেছিলেন, ‘আমরা মনে হয় সাকিব এখন যেভাবে ব্যাটিং করছে, এই উইকেটে এই পরিস্থিতিতে। সাকিবের চেয়ে ভালো কোনো অপশন আমার মনে হয় না আছে। খুব ভালো হতো ও যদি নিজে খেলতো এবং নিজের মতো করে খেলত। সেটা আমাদের দলের জন্য ভালো হতো। এটা এখন হয়তো সাকিবেরও উপলব্ধিতে আসবে। যেটা হয়ে গেছে সেটা আমরা আর ফেরত নিয়ে আসতে পারব না। এটা একটা লেসন।’