মেসি-এমবাপ্পেকে ছাড়া এলোমেলো পিএসজির হার

লেখক:
প্রকাশ: ২ years ago

চোটের কারণে ছিলেন না কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি ও মার্কো ভেরাত্তি। তাদের অভাব ভালোভাবে টের পেলো পিএসজি। শনিবার লিগ ওয়ানে এএস মোনাকোর মাঠে ৩-১ গোলে হেরেছে চ্যাম্পিয়নরা।

পিএসজির রক্ষণভাগ এলোমেলো করে প্রথমার্ধে উইসাম বেন ইয়েডারের জোড়া গোল ও অ্যাসিস্টে পাত্তা পায়নি পিএসজি।

 

মৌসুমের তৃতীয় হারেও শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ২৩ ম্যাচ খেলে তাদের পাশে ৫৪ পয়েন্ট। ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মোনাকো।

চতুর্থ মিনিটে আলেক্সান্দার গোলোভিনের গোলে এগিয়ে যায় মোনাকো। বেন ইয়েডারের শট পিএসজি বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে সাইডফুটে জাল কাঁপান এই মিডফিল্ডার।

১৪ মিনিট পর ক্রেপিন ডিয়াট্টার বাড়ানো বলে বেন ইয়েডার জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির আগে বাঁপ্রান্ত থেকে হুয়ান বার্নাটের ক্রসে দূরের পোস্ট থেকে পিএসজির ব্যবধান কমান ১৬ বছর বয়সী ওয়ারেন জাইরে-এমেরি।

 

তবে বেন ইয়েডার আবারো ব্যবধান দুই গোলে বাড়িয়ে নেন। প্রথমার্ধের যোগ করা সময়ে এলিসে বেন সেগিরের অ্যাসিস্টে লিগ ওয়ানের চলতি মৌসুমে যৌথ সর্বোচ্চ ১৪তম গোল করেন তিনি। রেইমসের ফোলারিন বালোগুনের পাশে বসলেন বেন ইয়েডার।

পুরোটা সময় নেইমার মাঠে থাকলেও ছাপ রাখতে পারেননি। এনিয়ে টানা দুটি ম্যাচ হেরে আগামী ১৫ ফেব্রুয়ারি বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগ খেলবে পিএসজি।