টাঙ্গাইলের দেলদুয়ারে অবস্থিত ইমপ্রুভ চাইল্ড কেয়ার স্কুলের দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০ কৃষককে অতিথি করে সম্মাননা জানানো হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইমপ্রুভ চাইল্ড কেয়ারের প্রধান শিক্ষক কামরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
কৃষকরা বলেন, আমরা কৃষক। সমাজে আমাদের সাধারণত এমন মর্যাদা দেখানো হয় না। প্রতিটি অনুষ্ঠানে প্রধান বা বিশেষ অতিথি করা হয় সমাজের বিশেষ ব্যক্তিদের। কিন্তু আজ আমাদের অতিথি করে সম্মান দেখিয়েছে ইমপ্রুভ চাইল্ড কেয়ার।
অনুষ্ঠানে আগত ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, এ অনুষ্ঠানে মাধ্যমে কৃষকদের মূল্যায়ন করা হয়েছে। এটা খুব ভালো লেগেছে। ব্যতিক্রমী এসব উদ্যোগের পাশাপাশি দীর্ঘ দিন ধরে শিক্ষার মান উন্নয়নেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
ইমপ্রুভ চাইল্ড কেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিম বলেন, ‘সমাজে সকল পেশাজীবী মানুষ সমান গুরুত্বপূর্ণ। সামাজিকভাবে কৃষকদের এতটা সম্মান দেওয়া হয় না। বিভিন্ন অনুষ্ঠানে অতিথি করা হয় বিশেষ ব্যক্তিদের। এই বৈষম্য দূর করতে অনুষ্ঠানে ২০ কৃষককে অতিথি করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘অনুষ্ঠানে কৃষকরাই ছিলেন প্রধান ও বিশেষ অতিথি। বিগত দিনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সফল বাবা-মা ও সফল প্রবাসীদের সম্মাননা দেওয়া হয়েছে।’