গৌরনদীতে তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার গৌরনদী উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রানী মিত্র। তাকে সহযোগিতা করেন গৌরনদী উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শঙ্কর কুমার দাস এবং গৌরনদী থানা পুলিশের একটি টিম।

বিষয়টি নিশ্চিত করে সুমী রানী মিত্র বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে উপজেলার একটি মুদি দোকান, একটি চালের আড়ত ও একটি মিষ্টান্ন ভাণ্ডারকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।