স্কুল পর্যায়ে ৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বরগুনা জেলার চ্যাম্পিয়ন হয়েছে বেতাগীর কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়। আজ বুধবার জেলা স্টেডিয়ামে বরগুনা জিলা স্কুল ও বেতাগীর কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় জেলার চ্যাম্পিয়ন হয়। এতে রানার্সআপ হয়েছে বরগুনা জিলা স্কুল।
প্রতিটি উপজেলা থেকে চ্যাম্পিয়ন হওয়া ছয়টি দল অংশগ্রহণ করেন। জানা গেছে, ১৯০৬ সালে কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় বরগুনা জেলার সর্বপ্রথম স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য বস্ত্র প্রতিমন্ত্রী শাহজাদা আব্দুল মালেক খানের বাবা মরহুম আবি আব্দুল্লাহ খান কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিকেট খেলায় অংশগ্রহণকারী দলের সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারি শিক্ষক মো. মোখলেছুর রহমান বাদল ও সহকারি শিক্ষক মো. ফোরকান হোসেন রাজু। বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিটন কুমার ঢালী বলেন,’ শিক্ষার সাথে সহ-কার্যক্রম খেলাধূলা ও সাংস্কৃতিক পরিমন্ডলে জেলার অনন্য ভূমিকা রেখেছে। এছাড়া বিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকরা দায়িত্বের সাথে কাজ করছেন।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম বলেন,’ বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই অভিজ্ঞ শিক্ষকমন্ডলী কর্তৃক পরিচালিত হয়ে পড়ালেখার মান সমুজ্জ্বল রেখেছে। প্রতিবছরই এসএসসি পরীক্ষার ফলাফলে জেলার মধ্য ভালো অবস্থানে রয়েছে।’