সাংবাদিক মাসুদ রানার মৃত্যুতে এনপিপির শোক

লেখক:
প্রকাশ: ২ years ago

পদ্মা সেতু দক্ষিণ থানা সংলগ্ন জাজিরা প্রান্তে সোনালী ব্যাংক মোড়ে এলপি গ্যাস ভর্তি ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছে।

রাত সাড়ে ৩টায় বরিশাল থেকে ঢাকাগামী রোগীবহনকারী দ্রুতগামী অ্যাম্বুলেন্সটি পদ্মা সেতু দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পিছন থেকে সজোরে ধাক্কা মারে এবং ট্রাকের চেচিছের ভিতর ঢুকে যায়। এসময় রোগী ও রোগীর স্বজনসহ অ্যাম্বুলেন্সের সবাই নিহত হয়।

নিহতদের একজন বরিশালের সাংবাদিক মাসুদ রানার মৃত্যুতে শোক জানিয়েছেন, ন্যাশনাল পিপলস্ পার্টি এনপিপি বরিশাল মহানগর সভাপতি এ বি এম মাসুদ করিম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, জেলা সভাপতি ডাক্তার শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ডাক্তার গোলাম মোস্তফা , মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক মোহন, গিয়াস উদ্দিন রিয়াদ, মোহাম্মদ আরিফ ,মহানগর সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন সাজ্জাদ জেলা সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী সুজন।

এছাড়া এনপিপি বরিশাল জেলা ও মহানগরের সকল নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।