মহান বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা

লেখক:
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে তার অনুসারীরা।বরিশাল সদর আসনের এমপি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী’র পক্ষে বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন এর নেতৃত্বে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় বরিশাল নগরীর  বঙ্গবন্ধু উদ্যানের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মহানগর আওয়ামী যুবলীগ এর আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন এর নেতৃত্ব  নগরীর বান্দরোডস্থ প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে থেকে একটি আনন্দ র ্যালী করে বঙ্গবন্ধু উদ্যানের গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে  শ্রদ্ধা নিবেদন করে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম ইটালি শহিদ, বরিশাল সিটি কর্পোরেশন এর ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর,২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃফরিদ আহমেদ,২০ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড মাহবুবুর রহমান মধু,১৪ নং ওয়ার্ড আঃলীগের সাবেক সভাপতি মেজবাহুল ইসলাম দীপু, ১৬ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ এর আহবায়ক আসম রাফি জুয়েল, ১১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাবিব শরীফ সহ বরিশাল সিটি’র ও সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি ফাইজুল ইসলাম সজিব, সাবেক মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন,  জেলা ছাত্রলীগের সহ সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ,বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মো মাহিদুর রহমান মাহাদ, বরিশাল বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগ নেতা অমিত হাসান রক্তিম, মহানগর ছাত্রলীগ নেতা রেজানুর রহমান নিয়ন সহ  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন মহান বিজয় দিবস।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ’৫২-র ভাষা আন্দোলন, ’৬৬-র ছয় দফা, ’৬৯-এর গণ-অভ্যুত্থান, ১৯৭১-এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চ রাতে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে ৩০ লাখ শহীদ ও দুলাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্যদিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫১ বছর পূর্তির দিন আজ।