 
                                            
                                                                                            
                                        
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুরে বেপরোয়া গতির একটি বাসের চাপায় শিশুসহ মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
রোববার (২৭ নভেম্বর) সকালে রহিমানপুরের দাসপাড়া বিলের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাসুদুর রহমান (৫০) তার স্ত্রী হামিদা খাতুন (৪০) ও শিশু সন্তান মেহের নেগার (১৪)। নিহতরা ঠাকুরগাঁও কলেজ পাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, লক্ষীপুর এলাকার একটি মাদসায় পড়ালেখা করতো শিশু মেহের। সকালে মেয়েকে মাদরাসায় রাখতে একটি মোটরসাইকেলে করে পরিবার নিয়ে রওনা করেন মাসুদুর রহমান। এসময় বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে হামিদা খাতুন মারা যান। স্থানীয়রা গুরুতর অবস্থায় মাসুদুর ও মেহেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই এক ঘণ্টার ব্যবধানে তারাও মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, হানিফ পরিবহনটি বেশ বেপরোয়া গতিতে যাচ্ছিলো। লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’