কোরআন তিলওয়াত, বিটিএসসহ নানা আয়োজনে শেষ উদ্বোধনী অনুষ্ঠান

লেখক:
প্রকাশ: ২ years ago

কোরআন তিলওয়াত, বিটিএসের পরিবেশনা আর আতশবাজিতে শেষ হলো কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৮টায় কাতারের আল বাইয়াত স্টেডিয়ামে শুরু হয় এই উদ্বোধনী অনুষ্ঠান।  শুরু থেকে এই আয়োজনের বিশেষ দিক গুলো তুলে ধরা হলো পাঠকদের জন্য।

আরব্য নৃত্য দিয়ে শুরু 

বহুল কাঙ্ক্ষিত কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় নৃত্য দিয়ে। এই নৃত্যে আরব্য সংস্কৃতিকে তুলে ধরা হয়।

মরগান ফ্রিম্যান ও বিশেষক্ষমতা সম্পন্ন ব্যক্তি 

 

আরব্য নৃত্যের পরেই হাজির হন বিখ্যাত হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যান ও বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি গাফেন। গাফেন কোরাআন তিলওয়াত করেন।

৩২ দেশের পতাকা প্রদর্শন 

 

মরগান-গাফেনের পর কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২ দেশের পতাকা প্রদর্শন করা হয়।

মাসকটের সঙ্গে সব বিশ্বকাপের গান

 

পতাকা প্রদর্শনের পর মাসকট প্রদর্শন করা হয়। সঙ্গে ছিল ওয়াকা-ওয়াকা হতে শুরু করে ফিফা বিশ্বকাপের সব গানের পরিবেশনা।

বিটিএসের পারফর্ম 

 

 

 

সব সংস্করণের গানের পরিবেশনার পর আসেন বিটিএসের ঝংকুক। তিনি এবারের বিশ্বকাপের অফিসিয়াল গান ড্রিমার্স পরিবেশনা করেন।

কাতারের আমিরের বক্তব্যে শেষ 

সব শেষে কাতারের আমির বক্তব্য রাখেন। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে কাতার বিশ্বকাপে স্বাগত জানান।