প্রথম স্ত্রীকে তালাক দেওয়ায় স্বামীকে কুপিয়ে হত্যা

লেখক:
প্রকাশ: ২ years ago

ময়মনসিংহের ভালুকায় ফকরুল ইসলাম (৪২) নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৬ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাবগ্রামে এ ঘটনা ঘটে।

ফকরুল ইসলাম মেদুয়ারী ইউনিয়নের বান্দিয়া গ্রামের ফজলুল হকের ছেলে। ঘটনার পর থেকে দ্বিতীয় স্বামী রাজিব মিয়া (৪০) পলাতক। তিনি ত্রিশাল উপজেলার ছাত্তার মিয়ার ছেলে।

ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান জানান, ফকরুল ইসলাম আকলিমা খাতুনের প্রথম স্বামী। বেশ কিছুদিন আগে আকলিমা ফকরুলকে ছেড়ে রাজিব মিয়াকে বিয়ে করেন। তাদের মধ্যে বনিবনা না হওয়ায় রাজিব মিয়াকে তালাক দিয়ে ফের ফকরুল ইসলামের কাছে চলে আসেন আকলিমা খাতুন।

রাজিব মিয়া অনেক চেষ্টা করেও তাকে ফেরাতে পারেননি। ঘটনার দিন রাত ৩টার দিকে রাজিব মিয়া তাদের বাড়িতে এসে ফকরুল ও আকলিমাকে ডেকে তুলেন। এরপর এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন তাদের। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফকরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রাজিব মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে।