মঠবাড়িয়ায় পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে মামলা

লেখক:
প্রকাশ: ২ years ago

পিরোজপুরের মঠবাড়িয়ায় পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও রিপন কুমার বিশ্বাস নামে এক যুবককে হাতেনাতে আটক করেছেন এলাকাবাসী। এর পর ওই যুবকের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা করেন।

এদিকে বুধবার দুপুরের দিকে ওই প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি জিডিও করেন শ্বশুর (প্রবাসীর বাবা)। রিপন কুমার যশোর জেলার কোতোয়ালি উপজেলার বসুন্দিয়া গ্রামের গনেশ চন্দ্র বিশ্বাসের ছেলে।

ওই প্রবাসীর স্ত্রী মামলায় উল্লেখ করেন, একটি কোম্পানির বিভিন্ন মালামাল ক্রয়-বিক্রয়ের সূত্রধরে রিপনের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। তাদের মধ্যে অর্থনৈতিক লেনদেনও হয়। গত ২ নভেম্বর রাত ৯টার দিকে পৌর শহরের মিরুখালী রোডে হাবিব মিয়ার ৩য় তলায় রিপনের ভাড়া বাসায় পাওনা টাকা চাইতে গেলে রিপন তাকে ধর্ষণের চেষ্টা চালায়।

স্থানীয়রা জানান, প্রবাসীর স্ত্রী প্রায় সময়ই রাতে রিপনের বাসায় আসতো এবং ১-৩ ঘণ্টা পরে চলে যেত। বিষয়টি তাদের সন্দেহ হলে ২ নভেম্বর রাত ৯টায় ওই বাসায় দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দুজনকেই থানায় নিয়ে যায়।

এদিকে পুত্রবধূ শিরিন বেগমের বেপরোয়া চলাচলের অভিযোগে এনে তার শ্বশুর বুধবার দুপুরের থানায় একটি জিডিও করেন।

তিনি জানান, তার ছেলে বিদেশ যাওয়ার কিছু দিন পরই তার পুত্রবধূ বেপরোয়া চলাচল শুরু করে। নিষেধ করলে বেশ কয়েকবার আমাকে অপমানও করেছে। তাকে বিভিন্ন মামলায় জড়ানোর হুমকিও দেয় বলে তিনি জানান।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন,গৃহবধূর মামলায় রিপনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। জিডির বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।