বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির আবেদনের প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর রাত ৯ টায় এ ফলাফল প্রকাশ করা হয়।
মেধা তালিকায় ‘ক’ ইউনিটে প্রথম হয়েছে সুমাইয়া আক্তার যার গুচ্ছের মার্ক ৮০.৫। মানবিক ‘খ’ ইউনিটে প্রথম হয়েছে মো. আশিকুজ্জামান সৈকত যার মার্ক ৭১.২৫। গুচ্ছের ভর্তি পরীক্ষায় মার্কের উপর ভিত্তি করে এ মেধা তালিকা প্রকাশ করা হয়।
ফলাফল দেখতে Admission.bu.ac.bd এই ওয়েবসাইটে লগইন করে দেখতে পাবেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৪৯০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছে ২৯ হাজার ৩১৬ জন।এবার প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ২০ জন।