কলকাতার টিভি নাটকের পরিচিত মুখ সোনালি চক্রবর্তী মারা গেছেন। সোমবার (৩১ অক্টোবর) ভোর ৪টায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
সোনালি চক্রবর্তীর স্বামী শংকর চক্রবর্তী ওপার বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের গুণী অভিনেতা। স্ত্রীর মৃত্যু খবর জানিয়ে শংকর চক্রবর্তী তার ফেসবুকে লিখেন—‘ভরা থাক স্মৃতিসুধায়।’
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন সোনালি চক্রবর্তী। গত শুক্রবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এক সময় ভেন্টিলেটর সাপোর্টে তাকে রাখা হয়েছিল। পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেন সোনালি।
স্বামীর সঙ্গে সোনালি চক্রবর্তী
সম্প্রতি কাজে ফিরেছিলেন সোনালি চক্রবর্তী। সর্বশেষ ‘গাঁটছড়া’ ধারাবাহিক নাটকে খড়ি ওরফে শোলাঙ্কির জেঠিমার চরিত্রে দেখা যায় তাকে।