কে হচ্ছেন সেরা পাঁচিকা-২০২২ঃ এনকেএম ই-কমার্স সোসাইটির পাঁচিকা পরমান্ন উৎসব

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশালের স্বনামধন্য ই-কমার্স প্রতিষ্ঠান এনকেএম-এর আয়োজনে শুরু হয়েছে পায়েস উৎসব। এনকেএম ই-কমার্স সোসাইটির -এর উদ্যোগে দেশব্যাপী অনলাইনে আয়োজিত ওই পায়েস উৎসবের নাম দেওয়া হয়েছে ‘পাঁচিকার পরমান্ন’ উৎসব। ১০ দিনব্যাপী এই উৎসবে পায়েস রেঁধে আপনিও হতে পারেন সেরা পাঁচিকা-২০২২ এবং জিতে নিতে পারেন সেরা পাঁচিকা এ্যাওয়ার্ডসহ আকর্ষণীয় পুরস্কার। ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই পাঁচিকার পরমান্ন উৎসব চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

পাঁচিকা পরমান্ন উৎসব সম্পর্কে আয়োজক এনকেএম ই-কমার্স সোসাইটির প্রতিষ্ঠাতা গাজী রণী শ্রাবণী বলেন, ‘শখ থেকেই হোক কর্মের শুরু’-এ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে এনকেএম ই-কমার্স সোসাইটির (NKM E-COMMERCE SOCIETY) নামের অনলাইন প্লাটফর্ম।

দেশজুড়ে বিস্তৃত আমাদের এই ই-কমার্স সোসাইটির সদস্য সংখ্যা এখন কয়েক লাখ। সারাবছর ধরেই নারীদের স্বাবলম্বী করতে আমরা বিভিন্ন ধরনের ই-কমার্স কার্যক্রম পরিচালনা করে আসছি। দেশব্যাপী ছড়িয়ে থাকা আমাদের নারী উদ্যোক্তাদের প্রতিভা বিকাশ করতে এবং দেশীয় শিল্প ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বছরের বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের মেলা এবং প্রতিযোগিতার আয়োজন করে থাকি। দেশীয় শিল্প-সংস্কৃতি এবং ঐতিহ্যকে লালন করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের একটি প্লাটফর্মের মাধ্যমে স্বাবলম্বী করাই আমাদের সোসাইটির মূল লক্ষ্য। এখানে কেউ কাজ করে শখে। আবার কেউ জীবিকার তাগিদে। তবে স্বপ্নবাজ মানুষদের অফলাইন থেকে অনলাইনে সফল এবং প্রফেশনাল হিসেবে গড়ে তোলাই আমাদের এনকেএম ই-কমার্স সোসাইটির আসল উদ্দেশ্য।’

উল্লেখ্য, এনকেএম ই-কমার্স সোসাইটির-এর উদ্যোগে ১০ দিনব্যাপী ওই পাঁচিকা পরমান্ন উৎসব স্পন্সর করছে পরিসমাপ্তি। এছাড়াও ওই পাঁচিকা পরমান্ন উৎসব সফল করতে নিরলস কাজ করছেন তানজিনা শাম্মী, আফরোজা খাতুন, তানিয়া সুলতানা, সফিকুল ইসলাম, ফরহাদ হোসেন, সেতু ইসলাম, তানজিদা পিংকি, রাশেদা বাবলী, আফরিন পরী প্রমুখ NKM ই-কমার্স সোসাইটির উদ্যোক্তাগণ।