চলে গেলেন হাতিয়ার সাতবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান

লেখক:
প্রকাশ: ২ years ago

ঘূর্ণিঝড় সিত্রাংকবলিত নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ (৬৫) মারা গেছেন। তিনি ওই ইউনিয়নের টানা সাতবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন।

সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে চরকিং ইউনিয়নে নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

হাতিয়ার সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহিউদ্দিন ২০০৪ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি এলাকায় জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার বাবা জিয়াউল তালুক মিয়াও হাতিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

মহিউদ্দিন আহমেদের পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘ এক বছর ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন। কিছুদিন ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি এসেছিলেন।

মহিউদ্দিনের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় চরকিং ইউনিয়নে তার বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানের সামনে জানাজা শেষে তাকে দাফন করা হবে।