টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময় ছিল ১৫ সেপ্টেম্বর। সেই সময়ের মধ্যে স্ট্যান্ডবাইসহ দল ঘোষণা করে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো। তবে বিশ্বকাপের প্রথম রাউন্ড শুরু হওয়ার পর বেশ কয়েকটি দলের খেলোয়াড়রা ইনজুরিতে পড়েছেন। তাদের বদলি খেলোয়াড় আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত করতে অনুমোদন নিতে হয় আইসিসি ইভেন্ট টেকনিক্যাল কমিটির।
অনুমোদন নিয়ে বিশ্বকাপের মূলপর্ব শুরু হওয়ার আগ মুহূর্তে তিনটি দল চারজন খেলোয়াড় দলে নিয়েছে।
ইনজুরিতে পড়া শ্রীলঙ্কার দুষ্মান্থে চামিরার পরিবর্তে দলে নেওয়া হয়েছে কাসুন রাজিথাকে। তিনি অবশ্য শ্রীলঙ্কায় ছিলেন না। শিগগিরই তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। এছাড়া হ্যামস্ট্রিং-এর ইনজুরিতে পড়া দানুস্কা গুনাথিলাকার পরিবর্তে আশেন বান্দারাকে দলে নেওয়া হয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাত বাম পায়ের ইনজুরিতে পড়া জাওয়ার ফরিদের পরিবর্তে দলে নিয়েছে ফাহাদ নাওয়াজকে। আর ইংল্যান্ড দলের রিস টপল হাঁটুর ইনজুরিতে পড়ায় তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে টাইমাল মিলসকে। মিলস অবশ্য ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন।