যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ও তার স্বামীকে কারাদণ্ড দিয়েছে মিয়ানমার

লেখক:
প্রকাশ: ২ years ago

যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ও তার স্বামীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ। ভিকি বোম্যান এবং প্রাক্তন রাজনৈতিক বন্দী হিটেন লিনকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে এই দণ্ড দেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।

গত সপ্তাহে ইয়াঙ্গুনে নিজেদের বাড়ি থেকে ভিকে-হিটেন দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এর আগে যুক্তরাজ্য মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। রাজনৈতিক কারণেই তাদের এ দণ্ড দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

ভিকি বোম্যান ২০০২-২০০৬  সাল পর্যন্ত মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। গ্রেপ্তারের আগ পর্যন্ত তিনি ইয়াঙ্গুনে অবস্থিত মিয়ানমার সেন্টার ফর রেসপনসিবল বিজনেস নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

শান রাজ্যে তাদের একটি বাড়ি থেকে ইয়াঙ্গুনে ফিরে আসার পর ভিকি ও তার স্বামীকে আটক করা হয়। সামরিক কর্তৃপক্ষ তাদের দুজনকে ভিন্ন ঠিকানায় বসবাসকারী হিসাবে নিবন্ধন করতে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছে।

ভিকির স্বামী একজন বিশিষ্ট শিল্পী এবং প্রাক্তন রাজনৈতিক বন্দী। তিনি অল বার্মা স্টুডেন্টস ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্য ছিলেন।