অপহরণের গল্প নিয়ে সিনেমা

লেখক:
প্রকাশ: ২ years ago

এক এক করে তিন তরুণী নিখোঁজ। সবাই একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ধারণা করা হচ্ছে, তাদের কেউ টার্গেট করেছে। অনেকের মনেই শঙ্কা—এই তিনজনই শেষ নয়, আরো অনেকে নিখোঁজ হতে পারে। যেমন মঞ্জুর আশঙ্কা, তার পছন্দের মানুষ লাবণীও অপহরণের শিকার হতে পারে। কিন্তু ধারণার ওপর ভর করে মঞ্জু কি বাঁচাতে পারবে লাবণীকে?

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘শুক্লপক্ষ’। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। ১১ আগস্ট রাত ৮টায় চরকিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর মূল চরিত্রে অভিনয় করেছেন খাইরুল বাসার, রোশান, সুনেরাহ বিনতে কামাল। খাইরুল বাসার বলেন, ‘হিংসা, প্রেম, অসহায়ত্ব, ক্ষমতা আর বর্বরতার এক দারুণ দ্বান্দ্বিক উপস্থাপন আছে এই গল্পে। আমার ধারণা, দর্শকরা গল্পের প্রতি পৃষ্ঠায় বিস্মিত হবেন।’

 

বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। কিছু দিন আগেই চরকির অ্যান্থলজি সিনেমা ‘এই মুহূর্তে’ দেখা গেছে তাকে। তবে ‘শুক্লপক্ষ’ই তার প্রথম ওয়েবফিল্ম। কাজের নানা অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘অডিয়েন্স হিসেবে যখন শুক্লপক্ষ-এর চ্রিতনাট্য পড়েছি তখনই কাজ করার আগ্রহ জন্মেছিল। ভিকি জাহেদের থ্রিলার মানেই তো অন্যরকম কিছু। উনার কাজ আমার বরাবর ভালো লাগে। সেই সাথে আমার কো-আর্টিস্ট যারা ছিলেন তারা সকলেই ক্যারেক্টারগুলোর সাথে জাস্টিস করেছেন।’

পরিচালক ভিকি জাহেদও বেশ অপেক্ষায় আছেন দর্শক প্রতিক্রিয়ার। কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘‘আমার অন্যান্য কাজ থেকে ‘শুক্লপক্ষ’ বেশ ভিন্ন। তবে জনরাটা থ্রিলারই রেখেছি। ফিল্মের কাস্টিংয়ে যারা আছেন তাদের প্রায় অনেকের সাথে আমার প্রথম কাজ। নতুন ও তরুণ টিমের সাথে কাজ করার অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।’’

‘শুক্লপক্ষ’-এর অন্যান্য চরিত্রে দেখা যাবে ফারুক আহমেদ, শরীফ সিরাজ, আব্দুল্লাহ সেন্টু প্রমুখকে। ওয়েবফিল্মটিতে তিনটি গান রয়েছে। এরমধ্যে রয়েছে ইমরান-কণা ও সদ্য খান-অবন্তী সিঁথির দ্বৈত দুটি গান। আর অজয় রায়ের একটি গান।