বগুড়ার ধুনটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। বুধবার (১১ আগস্ট) বিকেল থেকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামের সেলিম রেজার বাড়িতে অবস্থান নেন তিনি।
সেলিম রেজা ওই গ্রামের আজগর আলীর ছেলে। তিনি ঢাকায় একটি সরকারি দপ্তরে অফিস সহায়ক পদে চাকরি করেন। ওই তরুণী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন।
মোবাইলে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কয়েকটি ছবি দেখিয়ে ভুক্তভোগী ওই তরুণী জানান, ছয় বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। ফাঁদে ফেলে সেলিম রেজা তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই সেলিম রেজাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। এখন সে সম্পর্ক অস্বীকার করছেন তিনি। তার পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই অনশন শুরু করি। বিয়ে না করলে আত্মহত্যার পথ বেঁচে নিতে হবে।
এদিকে পলাতক থাকায় সেলিম রেজা ও তার পরিবারের কারো মন্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া গেছে।
উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুল হক বাচ্চু জানান, বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে আলোচনা চলছে। দ্রুত এর সমাধান করা হবে।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ওই তরুণী এখনো থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।