বরিশালের উজিরপুরে কীটনাশক (বিষ) পান করে মিতু খানম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার ( ৩ আগষ্ট) দুপুর ১২ টায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিতু খানম উপজেলার মুন্ডপাশা গ্রামের বেল্লাল খাঁনের স্ত্রী। এলাকাবাসী ও নিহতর মা জানান, বুধবার সকালে আমার মেয়ে বাড়িতে বসে বিষ পান করেন। আমাকে বলার পর আমি উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
কর্তব্যরত চিকিত্সক তার অবস্থার অবনতি দেখে আমাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যেতে বলেন, বিকাল ৪টায় তিনি মারা যান।
নিহাতোর বাবা সরদার নজির আহামেদ জানান,কারো প্রতি আমার কোন অভিযোগ নেই। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো.মমিন উদ্দিন জানান, নিহতোর পরিবারের কোনো অভিযোগ নেই