বরিশালে ২৪ ঘন্টায় ৬২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশালে বৃষ্টি না হওয়ায় অসহ্য গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এক পসলা বৃষ্টির জন্য বিভিন্ন জেলা উপজেলায় ইসস্তিকার নামাজ আদায় করে করে ধর্মপ্রাণ মুসল্লিরা। শেষ পর্যন্ত আশার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

চলতি আগস্ট মাস জুড়ে থাকতে পারে বৃষ্টি। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় খুলনা-বরিশাল সহ বিভিন্ন জেলায় দমকা হাওয়া ও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, মঙ্গলবার ২৪ ঘন্টায় বরিশালে ৬২.৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

 

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র উচ্চ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন গত ২৪ ঘন্টায় সন্ধ্যা ৬ টা পর্যন্ত বরিশালে ৬২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি আগস্ট মাস জুরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাতেরও বৃষ্টি হতে পারে।

এছাড়াও আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবনতা অব্যহত থাকতে পারে। মঙ্গলবার বরিশালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস।