ঢাকা থেকে বরিশালে আসার পথে এমভি সুন্দরবন-১১ লঞ্চ নদী তীরবর্তী চরে আটকে গেছে। মঙ্গলবার (০২ জুলাই) রাত ১১টার দিকে চাঁদপুরের পশ্চিম মোহনপুর সংলগ্ন নদীতে চলমান অবস্থায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে লঞ্চটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পরিচালনার দায়িত্বে থাকা মাস্টার।
লঞ্চের মাস্টার আলম সর্দার জানান, আনুমানিক ৪-৫ শত যাত্রী নিয়ে মঙ্গলবার রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা দেয় সুন্দরবন-১১ লঞ্চ। পথিমধ্যে হাইড্রোলিকে ত্রুটি দেখা দিলে লঞ্চটি নিয়ন্ত্রণে নিতে তীরবর্তী চরের দিকে নিয়ে যাওয়া হয়।
তবে লঞ্চটি চরে আটকে গেলে এবং নদীতে ভাটি সেটিকে আর নামানো সম্ভব হয়নি। পরবর্তীতে যাত্রীদের সুরভী-৭ লঞ্চে তুলে দেওয়া হয়। যাতে তারা নিরাপদে বরিশালে পৌঁছাতে পারে।
এদিকে সুরভী-৭ লঞ্চের যাত্রী ওমর ফারুক জানান, হঠাৎ করেই বরিশালগামী সুরভী-৭ লঞ্চটি নদী তীরে আটকে থাকা সুন্দরবন-১১ লঞ্চের দিকে এগিয়ে আসে।
সুন্দরবন-১১ লঞ্চের কাছাকাছি গিয়ে দেখতে পাই সেটি একদিকে কাত অবস্থায় রয়েছে। তবে কীভাবে কি হয়েছে তা জানতে পারিনি। পরে সুন্দরবন-১১ লঞ্চের সঙ্গে আমাদের লঞ্চটি বেঁধে যাত্রীদের ওঠানো শুরু করে।