মুন্সিগঞ্জের গজারিয়ায় চলন্ত লঞ্চ বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হলে আতঙ্কে যাত্রীরা পানিতে ঝাঁপিয়ে পড়েন। এ ঘটনায় নিলয় (১৮) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন।
সোমবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রাম সংলগ্ন পাঙ্গাসিয়া খালে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নিলয় ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের ডা. মোহাম্মদ আলীর ছেলে।
গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, মঙ্গলবার পিকনিক যাওয়ার জন্য সোমবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে এমএল হাসিব নামে একটি ছোট লঞ্চ ভাড়া করেন হোগলাকান্দি গ্রামের নিলয়সহ কয়েকজন তরুণ। পথে হোগলাকান্দি গ্রাম সংলগ্ন পাঙ্গাসিয়া খালে বিদ্যুতের ঝুলন্ত তারের নিচ দিয়ে লঞ্চটি অতিক্রম করার চেষ্টা করলে তারের সংস্পর্শে চলে আসে। এতে নৌযানটি বিদ্যুতায়িত হলে সবাই লঞ্চ থেকে ঝাঁপিয়ে পানিতে পড়েন। এসময় বাকিরা সাঁতরে উঠতে পারলেও নিলয় পানিতে তলিয়ে যান।
রিফাত মল্লিক আরও জানান, আমরা ঘটনাস্থলে আছি। ঢাকায় ডুবুরি টিম খবর দেওয়া হয়েছে।