ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

লেখক:
প্রকাশ: ২ years ago

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভোর থেকে শুরু হওয়া যানজট ক্রমেই আরও দীর্ঘ হচ্ছে। শুক্রবার (৮ জুলাই) রাত ৮টার দিকে সেতুর পূর্বপ্রান্ত থেকে বাসাইল উপজেলার গুল্লাহ পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

দীর্ঘ যানজটে দুর্ভোগ পোহাচ্ছেন চালক ও যাত্রীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারী ও শিশুরা। কখন গন্তব্যে পৌঁছাবেন এ নিয়ে সংশয়ে রয়েছেন তারা।

 

ট্রাক চালক রাজু আহমেদ বলেন, ‘টাঙ্গাইলের করটিয়া থেকে এলেঙ্গা আসতে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে। কিন্তু দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার।’

বাসযাত্রী হান্নান বলেন, ‘ভোররাতে মহাখালী থেকে রওনা দিয়েছি। সন্ধ্যায় মাত্র এলেঙ্গা এসেছি। রংপুর কখন পৌঁছাবো জানি না।’

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘যানজট নিরসনে মহাসড়কে সাত শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল রাতে বঙ্গবন্ধু সেতুতে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। তখন এক ঘন্টা ৪০ মিনিটের মতো টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এরপর থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।’