ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার দায় ক্ষমতাসীন সরকার এড়াতে পারে না। কারণ বন্যা প্রাকৃতিক দুর্যোগ হলেও সেই দুর্যোগ বাড়িয়ে তুলেছে সরকারের দুর্নীতিযুক্ত পররাষ্ট্রনীতি, পানি সম্পদ মন্ত্রণালয়ের অব্যস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার অদক্ষতা।
আজ সোমবার বাদ আছর ময়মনসিংহ নগরের ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের উদ্যোগে এক বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, পাঠ্য বইয়ে ধর্মীয় শিক্ষার সংকোচন বন্ধ, মদের বিধিমালা বাতিলসহ ১৫ দফা দাবিতে এ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
চরমোনাই পীর আরও বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন। বলে থাকেন আপনি অনেক কিছু করেছেন। সাহস থাকলে ভোটের সুন্দর পরিবেশ করুন, দেখবেন মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে। আর ইভিএম একটা জালিয়াতি পদ্ধতি। যা ইতিমধ্যে বিভিন্ন দেশে থেকেও প্রত্যাখান হয়েছে। আমরা ইভিএম’র এর মাধ্যমে ভোট দিতে চাইনা।’
রেজাউল করীম আরও বলেন, ‘প্রাকৃতিক কারণেই ভারত ও বাংলাদেশের স্বার্থ জড়িত। কিন্তু বাস্তবতা হলো, ভারতের সাথে এটা-সেটা বহু সম্পর্ক উন্নয়ন করলেও পানি নীতি বরাবরই বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে গেছে। বাংলাদেশ সরকার এর কোন সুরাহা করতে পারেনি। সিলেটের মানবিক বিপর্যয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, বাংলাদেশের সরকার এই ক্ষেত্রে চূড়ান্তভাবে ব্যর্থ।’
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের তথ্য বিষয়ক উপদেষ্টা সাংবাদিক ও শিক্ষাবিদ মাওলানা ওবায়দুর রহমান খান নদভীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাও: মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাও: ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ ও অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব মাও: শেখ ফজলে বারী মাসউদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলার উত্তরের সভাপতি মাও: মুফতি গোলাম মাওলা ভূইয়া।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মাও: মামুনুর রশিদ।