বরিশাল জেলা প্রশাসনের অভিযান – জেলী মিশ্রিত চিংড়ী জব্দ

লেখক:
প্রকাশ: ৭ years ago

মোঃ শাহাজাদা হিরা.

গতকাল ২ জানুয়ারি নগরীর বিভিন্ন বাজারে বরিশালের জেলা প্রশাসক মো: হাবিবুর রহমানের নির্দেশে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নথুল্লাবাদ বাজারে মাছ বিক্রেতা মোঃ জাহাঙ্গীর‘র এর কাছ থেকে প্রায় ২০ কেজি নিষিদ্ধ আগব (জেলী)মিশ্রির চিংড়ী জব্দ করা হয়। চিংড়ীর ভিতর জেলী একটি আতঙ্কের নাম।  এই সমস্যা সমাধানে বরিশালের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন  বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোজাম্মেল হক অপু ।

এসময় উপস্থিত ছিলেন সঞ্জিব সর্ণামত, সিনিয়ার উপজেলা মৎস্য অফিস, বিমল চন্দ্র দাশ, মৎস কর্মকর্তা (ইলিশ) ও আর্মড পুলিশ ব্যাটলিয়ান এর সদস্য।

অভিযানের সময় পাওয়া জেলীযুক্ত চিংড়ী সহ মাছ বিক্রেতা হাতেনাতে ধরা হলে তাকে অর্থ জরিমানা দেওয়ার পাশাপাশি জব্দকৃত বিষাক্ত চিংড়ী ধ্বংস করা হয়।

bangla.earthtimes24.com

Image may contain: 5 people, people smiling, people sitting, people standing, food and indoor