নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। পুলিশ সুপার পদমর্যাদার ৭৩ কর্মকর্তাকে বৃহস্পতিবার (২ জুন) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১। এই ৭৩ পুলিশ কর্মকর্তার একজন বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেন।
জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তার পদোন্নতি খবরে তাকে অভিনন্দন জানিয়েছেন মাঠপর্যায়ে কর্মরত সহকর্মীরা। বিশেষ করে বরিশাল জেলার আওতাধীন ওসিরা ফেসবুকে ছবিসংবলিত লেখা পোস্ট করে তাদের উর্ধ্বতনকে শুভেচ্ছা জানাচ্ছেন।
মারুফ হোসেন ২০২০ সালের ২৯ ডিসেম্বর বরিশাল জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি একই পদে বরগুনা জেলা পুলিশে কর্মরত ছিলেন।’