পক্ষাঘাতগ্রস্ত কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার।
শুক্রবার (১০ জুন) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন এই কানাডিয়ান পপ তারকা। সেখানে তিনি ভক্তদের জানান, রামজে হান্ট সিনড্রোম নামে বিরল এক রোগে আক্রান্ত হয়েছেন। জানা গেছে, এটি স্নায়ুর অসুখ। এর ফলে মুখ এবং কানের স্নায়ুর ক্ষতি হয়। মুখের পক্ষাঘাতের পাশাপাশি শ্রবণশক্তিও চলে যেতে পারে।
ইনস্টাগ্রামে জাস্টিন বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন, একটি চোখের পাতা পড়ছে না। আমার মুখের একটা পাশ দিয়ে হাসতেও পারছি না, এক পাশের নাসারন্ধ্রও কাজ করছে না।’
এদিকে অসুস্থতার কারণে বিবার তার ওয়ার্ল্ড ট্যুর আপাতত স্থগিত করেছেন। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা আমার শো বাতিলের কারণে হতাশ, তাদের বলবো, আমি একেবারেই শোতে গাইতে পারছি না। পরিস্থিতি বেশ গুরুতর। আপনারা দেখেই বুঝতে পারছেন।’
ইতোমধ্যে চিকিৎসা শুরু করেছেন বিবার। পাশাপাশি মুখের ব্যায়াম করছেন ও বিশ্রাম নিচ্ছেন। পুরোপুরি সুস্থ হয়ে খুব শিগগির ফিরবেন বলে আশা ব্যক্ত করেছেন এই জনপ্রিয় গায়ক। তিনি বলেন, ‘যা করার জন্য আমার জন্ম, তা যাতে করতে পারি, তার জন্য সম্পূর্ণ চেষ্টা করছি।’