প্রেমে প্রতারণা এবং আত্নহত্যা রোধে ববিতে বিক্ষোভ মিছিল

লেখক:
প্রকাশ: ৩ years ago

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রেমে প্রতারণা ও আত্মহত্যার প্রবণতা রোধে আইন প্রনয়নের জন্য বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা।

“প্রেম করে প্রতারণা চলবে না, চলবে না” এই স্লোগানকে সামনে রেখে তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এসময় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মূল ফটকের সামনে এসে শেষ হয়৷

বিক্ষোভ মিছিল শেষে ববি পুরুষ উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক মো.মোত্তালেব হোসেন বলেন, প্রেমের নামে প্রতারণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অকালে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে৷

প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী প্রেমে ব্যর্থ হয়ে আত্নহত্যার মতো পথ বেছে নিচ্ছে। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি যে উদ্যোগ নিয়েছে, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়েও এটার বাস্তবায়ন চাই৷

উল্লেখ্য, বিক্ষোভ মিছিল শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়৷ এসময় চিরকুমার সংঘ ববি, ববি পুরুষ উন্নয়ন সংঘের সভাপতি সাধারণ সম্পাদক সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷