উন্নত প্রশিক্ষণ নিতে রাজশাহী থেকে ব্রাজিল যাচ্ছে তিন কিশোর ফুটবলার। তারা অনূর্ধ্ব-১৭ খেলোয়াড় হিসেবে ব্রাজিল যাওয়ার সুযোগ পেয়েছে।
এই তিন খেলোয়াড় হলো-রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর এলাকার ফরহাদ, মোহনপুর উপজেলার ধুরইল এলাকার আবির হাসান ও পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিবাস কুজুর।
শুক্রবার রাতে (২২ এপ্রিল) রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সারাদেশ থেকে অনূর্ধ্ব-১৭ খেলোয়াড় হিসেবে ব্রাজিলে প্রশিক্ষণে সুযোগ পেয়েছে ১৫ ফুটবলার। এদের মধ্যে সেরা ১১ জনের তিনজনই রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ফুটবলার।
অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে উন্নত প্রশিক্ষণ নিতে ব্রাজিলে যাওয়ার উদ্দেশ্যে সারাদেশ থেকে ৪০ জন খেলোয়াড় একটি প্রতিযোগিতায় অংশ নেয়। সেখান থেকে ১৫ জনকে বাছাই করে ক্রীড়া মন্ত্রণালয়। এর মধ্যে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার তিনজন। আগামী মাসে ব্রাজিলের ‘সোসিয়েদাদ স্পোর্তিভো দ্য গামা’ ক্লাবের সঙ্গে অনুশীলন করবে তারা।
এদিকে বৃহস্পতিবার (২১ এপ্রিল) জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবদুল জলিল তার কার্যালয়ের পক্ষ থেকে এ তিনজন কিশোর ফুটবলারকে আর্থিক সহায়তাও করেছেন।
জানতে চাইলে তিনি বলেন, ‘পদাধিকার বলেআমি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। তারা ফুটবল খেলার তীর্থভূমি ব্রাজিলের মতো একটি জায়গায় গিয়ে উন্নত প্রশিক্ষণ নেবে, এটা শুনেই ভালো লাগছে। তারা যেন সেখানে গিয়ে ভালো কিছু শিখতে পারে। প্রশিক্ষণ শেষে ফিরে এসে দেশের মুখ উজ্জ্বল করতে পারে।’