পটুয়াখালীর কলাপাড়ায় এবার কৃষকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে নীলগঞ্জ ইউনিয়নের ফরিদগঞ্জ খাল।
রোববার (২০ এপ্রিল) দুপুরে সরকারি ওই খালের ১১টি বাঁধ কেটে খালটি উদ্ধার করে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ১০ বছর ধরে স্থানীয় প্রভাবশালী একটি মহল সরকারি এই খাল দখল করে অবৈধভাবে মাছ চাষ করে আসছিল।
আজ খালটির সবগুলো বাঁধ অপসারণ করে কৃষকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন পর হলেও অবশেষে খালটির বাঁধ অপসারণ হওয়ায় এলাকায় কৃষকের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ, ১০ বছর পর দখলমুক্ত
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন, কৃষকদের অভিযোগের ভিত্তিতে পানি নিষ্কাশনের জন্য খালটির ওপর নির্মিত অবৈধ বাঁধগুলো অপসারণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এর আগে গত ৬ এপ্রিল কলাপাড়া পৌর শহরের ঐতিহ্যবাহী জীন খাল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে এমন সরকারি সবগুলো খাল উদ্ধার করা হবে।