ঢাবির কলাভবনে তালাবদ্ধ রুম থেকে শিক্ষিকা উদ্ধার

লেখক:
প্রকাশ: ৭ years ago

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একজন সহকারী অধ্যাপকের কক্ষের তালা ভেঙে সেখান থেকে ওই বিভাগের একজন নারী প্রভাষককে উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বিকেলে ওই শিক্ষিকাকে উদ্ধার করা হয়।

ওই শিক্ষিকা অ্যাডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক। তিনি কলাভবনের ৩০৪৯ নম্বর কক্ষে তালাবদ্ধ অবস্থায় ছিলেন।

ওই শিক্ষক ও শিক্ষিকার বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ করেছেন শিক্ষকের স্ত্রী। তিনি বেলা ২টার দিকে মেয়েকে নিয়ে স্বামীর কক্ষের সামনে আসেন। দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে কড়া নাড়তে থাকেন, প্রায় ১০ মিনিট পর ওই শিক্ষক বেরিয়ে কক্ষে তালা লাগিয়ে তাদের জোর করে সেখান থেকে সরিয়ে নেন বলে অভিযোগ স্ত্রীর।

পরে সহকারী প্রক্টর আবু হোসেন মুহম্মদ আহসান বিকাল সাড়ে ৪টার দিকে ওই কক্ষের দরজা ভেঙে ওই শিক্ষিকাকে বের করে আনেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী সাংবাদিকদের জানান, বিষয়টি তিনি শুনেছেন। সেখানে একজন সহকারী প্রক্টরকে পাঠিয়েছিলেন। তার কাছ থেকে অবহিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।